কুড়িগ্রামের নাগেশ্বরী গেদ্ধারের বিলে কচুরিপানার নিচ থেকে গতকাল সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব রেজিস্ট্রারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পাশের মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা তার লাশ দেখে থানায় খবর দেন। স্বপন নাগেশ্বরী পৌরসভার সাতানীপাড়া এলাকার বাসিন্দা এবং সাব রেজিস্ট্রার পদে কর্মরত থেকে অবসরে যান। গেদ্ধারের বিলের পাশে জমি কিনে লেক সিটি নামে একটি প্রকল্প গড়ে তুলেছিলেন তিনি। স্থানীয় সূত্র জানায়, বিলের পাড়েই হলিকেয়ার কিনিকের পাশে একটি গোলঘরে প্রায়ই বসতেন স্বপন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত কেউ তাকে হত্যা করে লাশ কচুরিপানার নিচে ফেলে রেখে গেছে।