বগুড়ায় বার্মিজ চাকুসহ আমিনুল ইসলাম (৩৬) নামের এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে শহরের ওয়াবদা এলাকা থেকে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতির প্রভাষক। তার বাড়ি গাইবান্ধার মহিমাগঞ্জে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বগুড়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি। এসআই আজাহার আলী জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।