কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল মোটরসাইকেল রেস করতে গিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে মা-ছেলে, চট্টগ্রামে দুই ভাই ও গাজীপুরে শ্রমিকের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : গতকাল বিকালে ভেড়ামারা লালন শাহ সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন বন্ধু রেস করছিল। এ সময় একটি মোটরসাইকেল বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মারা যায় দৌলতপুর উপজেলার মাহিন হোসেন (২০) এবং সিয়াম হোসেন (২১)।
দিনাজপুর : দুপুরে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে রিশাত কাইফকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন গোলাম রব্বানী। পথে বিরামপুর পৌরশহরে রিকশার ধাক্কায় ছিটকে পড়লে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম : বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন কক্সবাজারের রাকিবুল ইসলাম ও জিহাদ। তারা ফুপাতো-মামাতো ভাই।
গাজীপুর : কালিয়াকৈর-মাওনা সড়কে পিকআপ চাপায় গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (৫১) নামে মোটরসাইকেল আরোহী এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ সদরের স্বল্প নন্দপুর গ্রামের তুষ্ট চরণ মণ্ডলের ছেলে।