আইন অমান্য করে নদী থেকে বালু তোলার অপরাধে রাব্বি হাসান (২২) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারি এলাকায় এ দণ্ড দেন ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। একই দিন উপজেলার বাউরা বাজারে লাইসেন্স ছাড়া পেট্রল, অকটেন, ডিজেল বিক্রি করায় হাশেম আলী নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।