চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ২য় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড। শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞান বেজ’ এ আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে। তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে উন্নত বিশ্বের কাতারে নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধা বিকাশে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বিজ্ঞান চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আলোকিত বাংলাদেশ।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রাখা হয়েছে।
প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জেলা পর্যায়ে এমসিকিউ পদ্ধতিতে ৩০ মিনিটের ২৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে বাছাই করা ৫০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/জামশেদ