রংপুর নগরীর মাহিগঞ্জে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে গোসাইবাড়ী এলাকার তসলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আট-নয়জনের ডাকাত দল বাড়ির পেছনের দরজা দিয়ে মাইক্রোবাস নিয়ে প্রবেশ করে। তারা সবার হাত-মুখ বেঁধে রেখে ১ লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি সোনা এবং সবার মোবাইল নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাহিগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস জানান, পুলিশ ডাকাতদের শনাক্তের চেষ্টা করছে।