নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যাচেষ্টা মামলার আসামি মহসিন এবং নিষিদ্ধ যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও তিন পুলিশ সদস্য সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালায়। মহসিনকে গ্রেপ্তার করলে সাতভাইয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, উজ্জ্বলসহ ৩০-৪০ জন পুলিশের ওপর হামলা চালিয়ে মহসিনকে ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, মেঘনা থানা পুলিশ লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।