বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ৩১৯টি গুলি শরীরে বিদ্ধ হয় সারাফ সামির মেঘের। সে সদ্য প্রকাশিত এসএসসি
পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৭৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেঘ কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল মেঘের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শিলা বিষয়টি জানিয়েছেন। আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই মেঘের পিঠে ৩১৯টি ছররা গুলি লাগে।