কুষ্টিয়ায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। খুলনা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন। নিজস্ব প্রতিবেদন ও প্রতিনিধিদের খবর-
কুষ্টিয়া : কুষ্টিয়ায় আদালতে যাওয়ার পথে বাস-অটোরিকশা সংঘর্ষে দবোরা খানম (সারিকা) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। গতকাল কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া উপজেলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা : রূপসায় সোমবার রাতে দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলাইপুর বাজারে ঢুকে পড়ে। এতে ট্রাক মালিক বিল্লাল হোসেন (৪৫) নিহত হন।
ফেনী : দাগনভূঞার তুলাতলীতে গতকাল গাড়ির ধাক্কায় মারা গেছেন শামসুজ্জামান খান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী। তিনি একটি এনজিও ব্যবস্থাপক ছিলেন।