মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের মাগুরা ২৫০ শয্যা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সোমাবার রাতে সদর উপজেলার দাশনা গ্রামে এ ঘটনা ঘটে। আইয়ুব বিশ্বাসের বাড়ি (৫২) দাশনা গ্রামে। ওসি আইয়ুব আলী জানান, সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে দাশনা গ্রামের শাকিল মোল্লা ও তার লোকজন আইয়ুব বিশ্বাসকে মারধর করে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।