দুই দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে ফের সচল হচ্ছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে নিয়মিত ফ্লাইট পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা বুদ্ধ এয়ার।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যাত্রীরা এখন থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন পোর্টাল এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।
কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা ঝুঁকির কারণে গত দুই দিন ধরে টিআইএ বন্ধ ছিল। আজ সন্ধ্যায় একটি নিরাপত্তা কমিটির বৈঠকের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরটি পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়। এর পরপরই বুদ্ধ এয়ার ফ্লাইট চালুর এই ঘোষণা দিল।
বিডি প্রতিদিন/নাজমুল