ময়মনসিংহের ভালুকায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটের দিকে ভালুকা মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম ফোর্সসহ উপজেলার সিটাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার ছিটাল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. শাহজামাল (৪৫) এবং উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. কামরুল হাসান (২৫)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় বুধবার ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ