মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষকদের অংশগ্রহণে স্বাস্থ্য সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আশিদ্রোন ইউনিয়নের সিন্দুরখান সড়কে হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন এবং বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শুভসংঘের অর্থ সম্পাদক জুল হাকাম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গৌতম চন্দ্র, কার্যকরী সদস্য মোহাম্মদ ওমর ফারুক ও ইয়াকুব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শুভসংঘের সদস্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সিনথিয়া তাসনিম বলেন, “বসুন্ধরা শুভসংঘের প্রতিটি সামাজিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। তাদের প্রতিটি আয়োজনে থাকতে পেরে আমি গর্বিত।” তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২১৪ জন গর্ভবতী মায়ের সফলভাবে স্বাভাবিক প্রসব সম্পন্ন করা হয়েছে, যার পেছনে মাঠ পর্যায়ের নিবিড় কার্যক্রম ভূমিকা রেখেছে।
টাইফয়েড টিকা বিষয়ে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে টিকা নিতে উৎসাহিত করুন। টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ ও পরীক্ষিত।” তিনি জানান, এই টিকাদান কর্মসূচি দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে ১২ অক্টোবর থেকে ১০ দিন বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে এবং দ্বিতীয় ধাপে ৮ দিনে ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/মুসা