সিদ্ধিরগঞ্জে চুরির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকা থেকে গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে ওই এলাকার নৈশপ্রহরী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জনি একই এলাকার শুক্কুর আলীর ছেলে। লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জনিসহ কয়েকজন নিমাইকাশারী ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই করত। ১৪ জুলাই গভীর রাতে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে তিন-পাঁচজন মিলে জনিকে গলাটিপে হত্যা করে নির্মাণাধীন একটি ভবনের লিফটের গর্তে ফেলে দেয় লাশ। গ্রেপ্তার নৈশপ্রহরী আলমগীর হোসেন পুলিশকে জানিয়েছেন, তিনিও টাকার ভাগ পেতেন এবং চুরির কাজে তাদের (চোরদের) সহযোগিতা করতেন।