বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের লিখিত রোড ম্যাপ পেয়ে ২৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। গতকাল রাত সাড়ে ৯টায় অনশন ভাঙেন তারা। এর আগে অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী অনশন শুরু করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, রাতে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম স্বাক্ষরিত রোড ম্যাপ নিয়ে শিক্ষার্থীদের কাছে আসেন এবং দাবি পূরণের আশ্বাস দেন। কিন্তু অনশনকারীরা ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ছাড়া অনশন ভাঙতে রাজি হননি। উপাচার্য হাতজোড় করে অনশন ভঙ্গ করার অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা রাজি হন। এর আগে অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ২৯ জুলাই থেকে টানা ৩৬ দিন বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সাত শিক্ষার্থী আবার অনশন শুরু করেছিলেন।