জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আট দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪ ’-এর সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদপ্রার্থী সাজ্জাদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (নারী) পদপ্রার্থী আনজুমান আরাসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
তাদের ঘোষিত আট দফা ইশতেহার হলো প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করা, গেস্টরুম-গণরুম সংস্কৃতি বিলুপ্ত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা; শিক্ষাবান্ধব নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস; পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ; নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা; মানসম্মত স্বাস্থ্যসেবা; সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা; ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য; পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণিবান্ধব ক্যাম্পাস।
এর আগে, ২৮ আগস্ট জাকসু নির্বাচন সামনে রেখে মো. শেখ সাদী হাসানকে সহসভাপতি ও তানজিলা হোসাইনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বিডি প্রতিদিন/নাজমুল