যশোরে আটটি সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার সোনার ওজন ৯৭০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা। গ্রেপ্তাররা হলেন- শার্শা উপজেলার ঘিবা গ্রামের আবু সাঈদ (২৭) ও মহিনুর রহমান (৩১)। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে দুজনের পকেট ও মানিব্যাগের ভিতর থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। মামলার পর তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।