গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত কামরুল ইসলাম (২৬) নামে এক যুবক গতকাল মারা গেছেন। এর আগে শনিবার টঙ্গীর দত্তপাড়া দীঘিরপাড় দারুল আহসান মাদানিয়া মাদরাসার সামনে তাকে সাব্বির ও সুলতানা বেগম নামে দুজন ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় সুলতানা বেগমকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামরুল এরশাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার টঙ্গীর দত্তপাড়া দীঘিরপাড় দারুল আহসান মাদানিয়া মাদরাসার সামনে সাব্বির ও সুলতানা বেগম তাকে ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢামেকে রেফার করেন। তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল কামরুলের মৃত্যু হয়।