নিরাপত্তাহীনতায় ভুগছেন একে-অন্যের বিরুদ্ধে এমন অভিযোগ এনে খাগড়াছড়ি সদর থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। তারা হলেন- দলের দক্ষিণাঞ্চলের সংগঠক খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা এবং গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও খাগড়াছড়ি জেলার যুগ্ম সমন্বয়ক রাসেল শেখ। সদর থানার ওসি আবদুল বাতেন দুই নেতা ও নেত্রীর পাল্টাপাল্টি জিডির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
১২ জুলাই রাতে ঝুমার করা জিডিতে উল্লেখ করা হয়, রাসেল শেখ ওই দিন খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তাকে (ঝুমা) হেয় প্রতিপন্ন করে বিভিন্ন বক্তব্য রাখেন। এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রাসেল শেখ একই থানায় জিডি করেন ১৩ জুলাই। এতে অভিযোগ করা হয়, মনজিলা ঝুমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর থেকে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।
তিনি ও তার সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে সামাজমাধ্যমে করা হচ্ছে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।