ঢাকার কেরানীগঞ্জে এক কোটিরও বেশি টাকা মূল্যের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- জ্যোতি খাতুন (২৫), রানা (৩৫), মো. সোহেল মোল্লা (৩৩), শান্তা ইসলাম (২৫)। গতকাল কেরানীগঞ্জে র্যাব-১০ সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে ওই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ কোটি ১১ লাখ ২১ হাজার টাকা মূল্যমানের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।