ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন লেগে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে গেছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ইঞ্জিনে আগুন লেগে প্রচুর কালো ধোঁয়া বের হতে শুরু করে। পরে লোকোমটিভ, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিকল হয়ে যায় ট্রেনের ইঞ্জিন।’
তিনি আরও বলেন, ‘ইঞ্জিন বিকল হয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়।
বর্তমানে ২ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসছে। সেটি এলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন