আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী দুুই দিনের মধ্যে তারেক রহমান সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
এর আগে দুপুর আড়াই টা থেকে রাত ২ টা পর্যন্ত গুলশান কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কদের নিয়ে দুদফা সভা করে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।
বিএনপি নেতৃবৃন্দ জানান, আগামী রবিবার ভোটার তালিকা নিয়ে বসবে জেলা বিএনপি। তালিকায় আওয়ামী লীগের কোন নেতাকর্মীর নাম বা কোন অসঙ্গতি প্রমাণিত হলে তা সংশোধন করবে নির্বাচন কমিশন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমলিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাম্মী আক্তার ও সদস্য শেখ সুজাতসহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম. ইসলাম তরফদার তনু বলেন, সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন তারিখ ঘোষণা করবেন। এর মধ্যে ভোটার তালিকা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন