বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান (৪২) নামে এক বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিজান ছোটআঁচড়া গ্রামের হানিফ সরদারের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে মিজানুর রহমানকে নিজ বাড়িতে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা গলায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
নিহতের স্ত্রী বলেন, রাত আনুমানিক ৪টার দিকে বাড়ির বাইরে থেকে গরু জবাই করার জন্য ভ্যান চালক ডাকাডাকি করছে। এ সময় বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সর্দ্দার বলেন, মিজানুর এর ছোট ভাই রাত ৪টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুরকে কে বা কারা হত্যা করেছে এমন খবর পেয়ে আমি ছুটে আসি। আমি থানায় খবর দিলে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাশে একটা ছুরি উদ্ধার করেন। আমার মনে হচ্ছে এটা একটি রহস্যজনক মৃত্যু।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন