কুমিল্লায় গতকাল প্রবাসীর লাশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় ভাইসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কুমিল্লা : চৌদ্দগ্রামে সৌদি প্রবাসী রুবেল মিয়ার (২৬) লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। এতে প্রবাসীর ভাইসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ সাকলাইন। রুবেল মিয়া চট্টগ্রামের ভূজপুর থানার পূর্ব ভূজপুরের ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রুবেলের ভাই বাবুল মিয়া (২৮) ও তাদের স্বজন ওসমান গনি (৩১)। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া সৌদিতে মারা যান। ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-শ-১১-৪৮২৪) চট্টগ্রামের ভূজপুরের দিকে যাচ্ছিল। পথে বিকাল পৌনে ৫টায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রবাসীর ভাই চট্টগ্রামের ভূজপুর থানার বাবুল মিয়া এবং সজন ওসমান গনি মারা যান।
সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।