নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর ছয় লেন সড়কের নির্মাণকাজ চলছে ধীরগতিতে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। এ সড়কে এখন চলাচল করাই দায় হয়ে পড়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ শিল্পনগরী বিসিক এলাকার কয়েক লাখ শ্রকিক প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিনিয়ত তাদের কাদামাটি আর যানজট পেরিয়ে যেতে হয় কর্মস্থলে। কখনো কখনো হন দুর্ঘটনার শিকার। একই সঙ্গে বিভিন্ন শিল্প কারখানার মালিক নির্ধারিত সময়ের মধ্যে শিপমেন্ট করতে বাধাগ্রস্ত হচ্ছেন। ফলে অনেক সময় সময়মতো শ্রমিকদের বেতন-বোনাসও পরিশোধ করতে পারছেন না। নারায়ণগঞ্জ বিসিক মালিক সমিতি সাধারণ সম্পাদক ও বিকেএমইএ সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, জেলার সড়কগুলোতে যানজট নিত্যদিনের ঘটনা। বিসিক শিল্পনগরী ঘেঁষে পঞ্চবটি-মুক্তারপুর ছয় লেন সড়ক নির্মাণ ধীরগতির কারণে যানজট আরও বেড়েছে। বৃষ্টি হলে জমে থাকা পানিতে পণ্য ও কাপড় বোঝাই যানবাহন উল্টে মালামাল নষ্ট হচ্ছে। প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়াহিদুজ্জামান বলেন, প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতালাকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চীনা ঠিকাদার প্রতিষ্ঠান স্যানডং লুকিয়াও গ্রুপ ও চায়না স্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্রার কো-অপারেশন গ্রুপ ২০২৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৬০ শতাংশ। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে সড়কটি খুলে দেওয়া যাবে। সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কটিতে খানাখন্দে ভরা। মনে হবে রাস্তাজুড়েই ছোট ছোট ডোবা। বেহাল দশার কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাত্রীরা এ সড়কে যাতায়াত করেন। অনেক সময় যাত্রীরা রিকশা থেকে পড়ে আহত হন। যানবাহনগুলো ছোট-বড় গর্ত এড়াতে চলে এঁকেবেঁকে। জানা যায়, ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ৭ শতাধিক কারখানা রয়েছে। একই সঙ্গে বিসিক থেকে মুক্তাপুর পর্যন্ত আছে ৩ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় ৪ লাখ শ্রমিক কাজ করেন। পাশাপাশি মুক্তারপুরে পাঁচটি সিমেন্ট কারখানা ও ছয়টি হিমাগার থাকায় মুক্তারপুর-পঞ্চবটি সড়কে প্রতিদিন চলে হাজার হাজার যানবাহন। যাদের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়। সূত্র জানায়, ছয় লেন প্রকল্প ২০২৫ সালের ৩০ জুনে কাজ শেষ করার সময় নির্ধারণ ছিল। পরে মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কাজে ধীরগতি ভোগান্তি চরমে
পঞ্চবটি-মুক্তারপুর ছয় লেন সড়ক
মোবাশ্বির শ্রাবণ, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর