নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করেছে যৌথ বাহিনী। রবিবার বিকালে সেনাবাহিনী, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জব্দ করা জালের বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে ঘটনাস্থলেই তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।