যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তারেক শামস খান হিমু (৬২)। গতকাল ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি দলটির কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি এবং নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা। নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, তারেক শামস খান হিমু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে দ্রুত বিচার আইনে নাগরপুর থানায় মামলা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি যুক্তরাষ্ট্রে আত্মগোপনে যান। গতকাল দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে নাগরপুর থানায় হস্তান্তর করলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।