গাজীপুরে বাড়ি থেকে নিখোঁজের ৬দিন পর বস্তাবন্দী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু নাবিলা কানিজ নাভা (৫) গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম দক্ষিণখান এলাকার নাসির মিয়ার মেয়ে। সোমবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকা থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বুধবার শিশুটি বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি পরও শিশুটিকে না পেয়ে তার মা খাদিজা বেগম জিএমপির সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার বিকেলে বাড়ির ৩০০ গজ দক্ষিনে একটি ঝুপজারের ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ওই শিশুটির বস্তাবন্দি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এই শিশুটিকে হত্যা করেছে তার তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।