নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত শিশু শিক্ষার্থী সুবর্ণাকে ধর্ষণের পর হত্যা মামলার স্বাক্ষী ব্যবসায়ী রাশেদুল ইসলামকে প্রকাশ্যে অপহরণকারী ও সূবর্ণা হত্যার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল ১ নং সেক্টর এলাকায় ইউসুফ গঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে বক্তব্য রাখেন নিহত সুবর্ণার পিতা রাকিব মিয়া, ভুক্তভোগী রাশেদুল ইসলাম রাসেল, স্থানীয় বাসিন্দা রুবেল ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ দিন আগে পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী রাসেদুল ইসলাম রাসেলকে অপহরণ করেছে সূবর্ণা হত্যা মামলার আসামিরা। কারণ ওই মামলায় স্বাক্ষী ছিলো অপহরণের শিকার ব্যবসায়ী রাশেদুল। কিন্তু জামিনে বেরিয়ে এসে এলাকায় ত্রাসের রাজত্ব করে। তাই অবিলম্বে এই মামলা দ্রুত বিচার আইনে নিয়ে আসার দাবি করেন তারা।
উল্লেখ্য, ২০১৮ সালে সূবর্ণাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে সন্ত্রাসীরা। সেই হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে এই মামলা তুলে নিতে বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে আসামিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন