দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের অবস্থানের বিরোধিতা করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়ে দিয়েছেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণের একমাত্র অধিকার তার নিজেরই। খবর ইন্ডিয়া টুডে’র।
বৃহস্পতিবার ধর্মশালায় দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কিরেন রিজিজু বলেন, দালাই লামার অবস্থান শুধু তিব্বতের জন্য নয়, এটি সম্পূর্ণ একটি ধর্মীয় বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তার উত্তরসূরি নির্বাচনের অধিকার একমাত্র তারই।
এর আগে, দালাই লামার দপ্তর জানায়, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর দেওয়া এক ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে দালাই লামা নির্বাচন করবে গাদেন ফোডরাং ট্রাস্ট। প্রতিষ্ঠানটির সদস্যরাই উত্তরসূরি নির্বাচনের সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে, চীন দাবি করেছে, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে তাদের অনুমোদন প্রয়োজন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণ চীনের আইন ও ঐতিহ্য অনুযায়ী হতে হবে। তবে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট— চীনের এই দাবি গ্রহণযোগ্য নয়। দালাই লামার উত্তরসূরি নির্ধারণ করবেন তিনিই, অন্য কেউ নয়।
বিডি-প্রতিদিন/শআ