হবিগঞ্জে গত তিন দিনে চোরাচালানবিরোধী ১১টি পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিকস, ছাদের টালি টাইলস, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাইসাইকেল ও ট্রাক। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, জনগণের সহায়তায় বিজিবি অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।