দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
রাজশাহী : গতকাল সন্ধ্যায় নগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। তারা হলো- নাহিয়ান হাসান (১৭) ও পিয়াসুর রহমান পিয়াস (১৭)।
দিনাজপুর : শুক্রবার রাতে ফুলবাড়ী পৌরসভার সামনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন সোহাগ হোসেন (২৬) ও তোজাম্মেল (৩৬)।
কক্সবাজার : সুরাজপুর ব্রিজ এলাকায় শুক্রবার রাতে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশা যাত্রী কাইছার (৩০) ও শহিদুল ইসলাম (৩০)।
চট্টগ্রাম : শুক্রবার রাতে হাটহাজারীতে ডামট্রাক চাপায় ফয়সাল মুনতাসির (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নড়াইল : মির্জাপুর গ্রামে ট্রলি চাপায় ইমরান মোল্যা (১৩) নামে শিক্ষার্থী মারা গেছে।
জয়পুরহাট : ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ : ইজিবাইক ও থ্রি-হুইলার সংঘর্ষে লিটন মণ্ডল নামে এক ব্যবসায়ী মারা গেছেন।