লক্ষ্মীপুরে পুকুরে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হচ্ছে, জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন,মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন, তারা দুইজন আপন খালাতো ভাই।
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় আজিজ উদ্দিনের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও স্বজনরা জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর নানার বাড়িতে বেড়াতে আসে রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন ও সদরের মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নানা বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন দুই শিশু। খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পুকুরে সবার অজান্তে ডুবে যায় তারা। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে একে একে ভেসে উঠে দুই শিশু মরদেহ। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে মারা যায় দুই শিশু।
বিডি প্রতিদিন/জুনাইদ