পেশাদার ফুটবল লিগে শেষের দিকে মোহামেডানের ম্যাচ ঘিরে সমর্থকদের কোনো বাড়তি উত্তেজনা থাকত না। কেননা শিরোপার সম্ভাবনা প্রথম লেগেই শেষ হয়ে যেত পয়েন্টের পর পয়েন্ট হারিয়ে। গতবার অবশ্য রানার্সআপের ব্যাপার ছিল বলে শেষ ম্যাচ পর্যন্ত উত্তেজনা ছিল। এ ছাড়া বাকি সময়ে শেষের দিকে ম্যাচ মানেই মোহামেডানের জন্য ছিল খেলার জন্য খেলা। এবারের দৃশ্য পুরোপুরি ভিন্ন। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের আরও চার ম্যাচ বাকি রয়েছে। অন্য নয় দলেরও তাই। তবে ঐতিহ্যবাহী ক্লাবের ক্ষেত্রে বিষয়টি একেবারে আলাদা। ২০০৭-০৮ মৌসুমে দেশে পেশাদার ফুটবল আবির্ভাবের পর মোহামেডান কখনো লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি।
ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও সুপার কাপে শিরোপা জিতলেও পেশাদার লিগ খতিয়ানে সাদা-কালো দলের নাম নেই। এবারে তাদের বন্ধ দুয়ার খুলতে যাচ্ছে। চার ম্যাচের দুটিতে জিতলেই প্রথমবারের মতো পেশাদার লিগে শিরোপা জেতা নিশ্চিত হবে। এবারের শেষের চার ম্যাচই মোহামেডানের কাছে অন্যরকম বলা যায়। আজ হোম ভেন্যু কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান নিজেদের ১৫তম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর। জিতলেই শিরোপা ট্রফিটা অনেকটা হাতের মুঠোয় চলে আসবে। তখন বাকি তিন ম্যাচে প্রয়োজন পড়বে ৩ পয়েন্ট। তার আগেই শিরোপা নিশ্চিত হতে পারে। কেননা আজ মোহামেডান জিতলে কাল ঢাকা আবাহনী যদি ফর্টিসের কাছে হেরে যায় তাহলে তিন ম্যাচ আগেই ট্রফি নিজেদের করে নেবে সাদা-কালোরা। ১৪ ম্যাচে মোহামেডান ৩৫ ও ঢাকা আবাহনী ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। এদিকে কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংস আজ লড়বে পুলিশ এফসির বিপক্ষে। শিরোপার জন্য না হলেও রানার্সআপের সম্ভাবনা জাগিয়ে রাখতে কিংসকে জিততেই হবে সন্ধ্যা ৬টার ম্যাচটি।