পঞ্চগড়ে দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম হয়। তবে জন্মের দেড় ঘণ্টা পর মারা যায় শিশুটি। গতকাল বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারে শিশুটির জন্ম হয়। জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ভতিরগড় প্রধানপাড়ার চাপাতা শ্রমিক মাজেদুল ইসলাম ও সুরভী আক্তার দম্পতির এটি প্রথম সন্তান। শিশুটির বাবা ও নানা জানান, আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম। ডাক্তার জানিয়েছিলেন দুটি শিশু আছে। অপারেশন করে দেখছি শিশু একটি কিন্তু মাথা দুটি।
হাসপাতালের সহকারী সার্জন ডা. নাছরিন পারভিন বলেন, পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো এ রকম হয়নি। দুই মাথা হওয়ায় বাচ্চা বের করতে কষ্ট হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু সায়েম বলেন, শিশুটির দুটি মাথায় নাক, কান, মুখ, চোখ স্বাভাবিক। তবে একটি পেট, দুটি হাত, দুটি পা রয়েছে। পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ট রয়েছে।