পিরোজপুরে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক মিলনায়তনে আহত ‘সি’ ক্যাটাগরির ৯২ জন জুলাই যোদ্ধার কাছে ১ লাখ টাকা করে চেক হস্তান্তর করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান, নাসরিন জাহান এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের পাশে সব সময়ই বর্তমান সরকার আছে। তাদের যাবতীয় সহযোগিতা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।