হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্যসচিব মাহদী হাসান, রকি, সাইদুর ও অন্তর।
স্থানীয়রা জানান, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে সন্ধ্যা ৭টায় রিকশাযোগে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত তাদের পিটিয়ে আহত করে। হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, ‘ওই চারজনকে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবের নেতৃত্বে হামলা করেছে বলে জানতে পেরেছি।’