বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার ৪৬ জন একযোগে পদত্যাগ করেছেন। জেলা পাবলিক লাইব্রেরির সামনে গতকাল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক রায়হান জোহান। সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩২১ সদস্যের কমিটির অন্তত ১০০ জনই ভুয়া দাবি করেন পদত্যাগকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ শাখার সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, চার-পাঁচজন পদত্যাগ করেছেন শুনেছি। পদত্যাগকারী অন্যদের সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। যেসব অভিযোগে তারা পদত্যাগ করেছেন সেগুলো ভিত্তিহীন।