তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের নামে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মিত ইলা মিত্র সংগ্রহশালা দেখতে দর্শনার্থীর ভিড় বাড়ছে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ এবং পরে পাকিস্তানি সামরিক শোষণের বিরুদ্ধে এ অঞ্চলে প্রথম প্রতিবাদ ছিল ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ্রোহ। ইতিহাসের পাতায় সেই ঘটনা উল্লেখ থাকলেও বাস্তবে কোনো স্মৃৃতিচিহ্ন ছিল না এতদিন। ৮০ বছর পর ২০২৪ সালে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ভূমিতে গড়ে তোলা হয় এ সংগ্রহশালা। এখানে এসে তরুণ প্রজন্ম জানতে পারছে ইলা মিত্রের বিপ্লবী ভূমিকার ইতিহাস। সংগ্রহশালা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন মানুষ।
দেখছেন ইলা মিত্রের দুর্লভ ছবি। মাটির গোলঘরে বসে নিজেদের মধ্যে খোশগল্পে মেতে উঠছেন তারা। ১৯৪৬ সালে কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে জোতদার শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের বধূ ইলা মিত্র। ফসলের তিন ভাগের দুই ভাগ শাষকশ্রেণিকে দিতে অস্বীকৃতি জানায় বাংলার চাষিরা। জমিদারি দমননীতির বিরুদ্ধে আন্দোলনে ১৯৫০ সাল পর্যন্ত নেতৃত্ব দেন ইলা মিত্র। এ জন্য তাঁকে সইতে হয় অমানুষিক অত্যাচার। সংগ্রহশালায় ইলা মিত্রের দুর্লভ ছবি ছাড়াও তার কিছু বই স্থান পেয়েছে। ইলা মিত্র সংসদের সভাপতি শ্রী বিধান শিং এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।