দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর- ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে গাড়ির ধাক্কায় অটোরিকশা উল্টে গতকাল আবদুল করিম (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার আলমনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুলিপ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। কুমিল্লা : বরুড়ায় পুকুরে খেলছিল চার শিশু। এ সময় পাশের সড়কে একটি পিকআপ উল্টে শিশুদের গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই জিসান (১৩) নামে এক শিশু মারা যায়। গতকাল এ ঘটনা ঘটে। ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হ?য়ে বাদল মোল্লা (৫২) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের হামদহ আলহেরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল সদর উপজেলার ছোট কামারকু ু উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। নওগাঁ : পোরশা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হক সুমন (২১) নামের যুবক নিহত হয়েছেন। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় আনসার আলী সরদার (৪০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন কমপক্ষে আরও চারজন। গতকাল ভোরে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।