নড়াইলের লোহাগড়ায় মিরাজুল ইসলাম ওরফে মিরাজ ফকির (৫৩) নামে এক বিএনপি নেতার পা হারানোর ১১ বছর পর কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল উপজেলার সারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর প্রায় ১১ বছর আগে মিরাজ ফকিরের ডান পা কুপিয়ে বিছিন্ন করেছিল সন্ত্রাসীরা।
আহত মিরাজ ফকির উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। ওসি আশিকুর রহমান বলেন, জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।