হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আবদুল হাই (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে পাশের দোলনা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আবদুল হাই ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে। চুনারুঘাট থানার ওসি নূর আলম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
স্থানীয়রা জানান, আবদুল হাই জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী। তার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার আবদাল, কাপ্তান, মোতাব্বির ও মিরাজ মিয়ার। গতকাল আবদুল হাই বিরোধীয় জমিতে থাকা বাঁশ কাটতে যান। বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।