কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। এখানকার প্রায় পৌনে ২ লাখ মানুষের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি অতীতের কোনো সরকারই। এ অবস্থায় জনজীবন রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কুতুবদিয়া দ্বীপের বাসিন্দারা।
কুতুবদিয়া উপজেলার চারদিকে স্থায়ী বাঁধ এবং পেকুয়ার মগনামা থেকে কুতুবদিয়ায় সাগরপথে পারাপারে ফেরির ব্যবস্থা করার জন্য অন্তর্র্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন জানান, এ চ্যানেলে এত স্রোতে পুরাতন যান দিয়ে পারাপার ভয় ও আতঙ্কের। স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল হাসান জানান, এখানে টেকসই বেড়িবাঁধ সময়ের দাবি।