সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, ময়মনসিংহের ভালুকা, কুমিল্লা ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় গতকাল ভোররাতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- চালক পাবনা আমিনপুর থানার রহিনাথপুরের মতিউর রহমানের ছেলে মনছুর আলম বাবলু (৪০) এবং জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র (৪২)। একই মহাসড়কের ব্রহ্মকপালিয়া ট্রাক-মাইক্রো সংঘর্ষে দুজন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল নামক স্থানে বাসের ধাক্কায় প্রাণ গেছে পাখিভ্যানে থাকা দুই ব্যক্তি। চুয়াডাঙ্গা সদর উপজেলায় নয়মাইল বাজারের কাছে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর গ্রামের মকছেদ মণ্ডলের ছেলে পাখিভ্যানচালক আবদুর রাজ্জাক (৬৫) ও মোহাম্মদজমা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে সরোয়ার হোসেন (৭০)। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় গতকাল সকালে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া ও রোকেয়া আক্তার নামে দুজন মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- উপজেলার পূর্ব ভালুকা আজগর আলীর ছেলে লাল মিয়া (৩২) এবং একই এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)। কুমিল্লা : বুড়িচংয়ে রসুনবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন। উপজেলা সদরের নোয়াপড়া এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত চালক আল আমিন (২৭) পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে। কুড়িগ্রাম : ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী-খড়িবাড়ী সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামে এক অটোরাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।
সাইদুল ইসলাম উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে।