গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে বেড়াতে নিয়ে নৌকায় এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেন ওই তরুণী।সন্ধ্যায় খেয়াঘাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান ওই তরুণী।
ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি ফেসবুকে কনকের সঙ্গে তার পরিচয় হয়। সোমবার তাকে বালাসীঘাট এলাকায় বেড়ানোর জন্য ডাকেন কনক। সেখানে গেলে তাকে ব্রহ্মপুত্র নদে নৌকায় ঘুরতে নিয়ে যান কনক। পরে নৌকার ভিতরেই ধর্ষণ করেন। ভয়ভীতি দেখিয়ে কনক ঘটনাস্থল ত্যাগ করেন।