গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইনের সাতটি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বালীগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও তনিমা আফ্রাদ। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।