ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ জব্দ করা হয়েছে। গতকাল সকালে শহরের দাতিয়ারা এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোফাজজর হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম শহরের কাউতলি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপভ্যানে বস্তার ভিতর থেকে ১৪৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার দাম প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।