জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে নওগাঁয় ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় ইনস্টিটিউট চত্বর থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান তারা। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি তুলে দেন। বুধবারও শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
শিক্ষার্থীরা বলেন, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। তারা ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে। জুনিয়র ইন্সট্রাক্টর শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা। শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, তাদের দাবিগুলো তিনি শুনেছে। যৌক্তিক মনে হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।