ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মোমারিসপুর গ্রামের এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে ফারজানা আক্তার মিলি নামের ওই গৃহবধূ স্বাভাবিকভাবে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিলি ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বের হন। ধারণা করা হচ্ছে, তিনি পূর্বপরিচিত এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।
জানা গেছে, ২০২৪ সালে পারিবারিক সিদ্ধান্তে দাগনভূঁইয়া উপজেলার উত্তর জায়লস্কর ডাকবাড়ীর মো. আব্দুর রহমানের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে মিলির বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই বিয়ে হয়েছিল।
এ ঘটনায় মিলির স্বামী ও পরিবার অত্যন্ত মর্মাহত এবং আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ