কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মো. হিরামন (২৪) পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর এ আলম খান স্থানীয়দের বরাতে জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নিজের গোয়াল ঘর থেকে গরুর জন্য খাবার আনতে যান হিরামন। এ সময় ঘরে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ